গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের ২০১৯-২০২০সালের দ্বি-বার্ষিক কার্যকরি কমিটির নবনির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। রোববার রাত ১০টায় প্রেসক্লাব মিলনায়তনে নবনির্বাচিত সভাপতি গোপাল মোহন্ত ও সাধারণ সম্পাদক জাহিদুর রহমান প্রধান টুকুসহ অন্যান্য কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মঞ্জরুল হক সেলিম।
গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব মনোয়ার হোসেন চৌধুরী, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান চৌধুরী, প্রবীন আওয়ামীলীগ নেতা ময়নুল হক সরকার, গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান সরকার, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান, উপজেলা জাসদের সভাপতি খলিলুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আব্দুল গনি সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সাকিলা বেগম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম বিরু, যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া আসাদুজ্জামান হিরু. প্রচার সম্পাদক নুরে আলম সিদ্দিকী, দপ্তর সম্পাদক অধ্যাপক ফিরোজ খানুন নুনু, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন আকন্দ, উপজেলা যুবলীগের সভাপতি তাহেদুল ইসলাম রকেট, স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক জালাল উদ্দিন রুমী সহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন । এর আগে প্রেসক্লাবের কর্মকর্তাবৃন্দ স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়রসহ অন্যান্য নেতাদের ফুলের তোড়া দিয়ে বরন করে নেয় ।