এটিএম আফছার আলী, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের ডোমের হাট অন্বেষা কিন্ডার গার্টেনের আয়োজনে বৈশাখ বিদায় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় রামজীবন ইউনিয়ন পরিষদ মাঠ চত্বরে ডোমের হাট অন্বেষা কিন্ডার গার্টেনের সভাপতি আব্দুল মান্নান আকন্দ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এসএম গোলাম কিবরিয়া। প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন ভালোবাসি সুন্দরগঞ্জের প্রতিষ্ঠাতা সভাপতি রেজাউল আলম রেজা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান, ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড সুন্দরগঞ্জ শাখার ব্যবস্থাপক এএইচএম রাশেদুল ইসলাম, রামজীবন ইউপি চেয়ারম্যান খন্দকার মিজানুর রহমান, বামনডাঙ্গা ইউপি চেয়ারম্যান নজমুল হুদা, দহবন্দ ইউপি চেয়ারম্যান গোলাম কবির মুকুল, , সাংবাদিক আনিসুর রহমান আগুন প্রমূখ। পরে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যায় সঙ্গীত পরিবেশন করেন নবীন প্রবীন লোকজ সংঘের শিল্পী গোষ্ঠী।