গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর হাইস্কুল এন্ড কলেজের নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ প্রচেষ্টায় গ্রেফতার শিবির ক্যাডার গোলাম আজমের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে রোববার লক্ষ্মীপুর বন্দরে এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়। দুপুরে বিক্ষোভ মিছিলটি শিক্ষা প্রতিষ্ঠান চত্বর থেকে বেরিয়ে লক্ষ্মীপুর বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বিদ্যালয়ের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন কর্মসূচীতে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা অংশ নেন। এসময় বক্তব্য রাখেন লক্ষ্মীপুর হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন, সহকারি প্রধান শিক্ষক এসএম তৈয়ব আলী, শিক্ষক রণজিত সরকার, এমদাদুল হক, কেয়া আকতার, বেলা রাণী, শিক্ষার্থী শরিফুল ইসলাম, মিষ্টি রাণী প্রমুখ। বক্তারা অপরাধী গোলাম আজমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা পাশাপাশি বিদ্যালয়ের ছাত্রীদের নিরাপত্তা বিধানের জন্য সরকার, প্রশাসন এবং পুলিশ প্রশাসনের প্রতি আবেদন জানান।
প্রসঙ্গত উল্লেখ্য, বৃহস্পতিবার নবম শ্রেণির ছাত্রি ওই মেয়েটি লক্ষ্মীপুর গার্লস হাইস্কুলের এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়ার জন্য বিদ্যালয়ের সামনে যায়। তার রেজিস্ট্রেশন তখনও না হওয়ায় সে চিন্তিত ছিল। গোলাম আজম বিষয়টি জেনে তার রেজিস্ট্রেশন করে দেয়ার কথা বলে সুকৌশলে পার্শ¦বর্তী তার বাসায় নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে মেয়েটিকে ধর্ষনের চেষ্টা করলে তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে । এ সময় সুযোগ বুঝে গোলাম আজম পালিয়ে যায়। এব্যাপারে থানায় মামলা হলে ওইদিন বিকেলে পুলিশ গোলাম আজমকে গ্রেফতার করে। সক্রিয় শিবির ক্যাডার গোলাম আজমের বিরুদ্ধে নাশকতাসহ আরও ৪টি মামলা রয়েছে।