
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল করিব রিজভী বলেছেন, খালেদা জিয়াকে মুক্ত করতে হলে রাস্তায় নামতে হবে। সরকার যদি তাকে মুক্তি না দেয় তাহলে রাস্তায় নামা ছাড়া কোনো উপায় নেই।
শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত প্রতীকী অনশনে তিনি একথা বলেন।
বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী তাঁতী দল আয়োজিত এ অনশন সকাল ১১টায় শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলে।
প্রতীকী অনশনে একাত্মতা জানিয়ে রিজভী বলেন, কারাগারে খালেদা জিয়ার জীবন নিয়ে আমরা শঙ্কায় রয়েছি। কারণ তিনি অসুস্থ। তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঢেলে দেওয়া হচ্ছে। তাই সরকারকে বলবো, সুস্থ্যভাবে বাঁচার জন্য খালেদা জিয়াকে মুক্তি দিন। অন্যথায় গণআন্দোলনের মুখে তাকে মুক্তি দিতে বাধ্য হবেন।
ঘূর্ণিঝড় ফণী মোকাবেলায় সরকারের কোনো কার্যকর ব্যবস্থাপনা নেই দাবি করে রিজভী বলেন, ঝড়ে এ পর্যন্ত ১৫ জন মানুষ মারা গেছেন। কিন্তু মারা যাওয়ার কথা ছিল না। আশ্রয়কেন্দ্র গুলোতে হাজার হাজার মানুষ রাখা হয়েছে। সেই হাজার হাজার মানুষের জন্য রান্নাসহ প্রয়োজনীয় কোনো ব্যবস্থা নেই। অথচ সরকারের মন্ত্রী-এমপিরা বড় বড় কথা বলছেন।
তাঁতীদলের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনশনে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ ও তাঁতী দলের যুগ্ম-আহ্বায়ক বাহাউদ্দিন বাহার, ড. কাজী মনিরুজ্জামান মনিরসহ দুই শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।