গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভিষ্ট(এসডিজি)বাস্তবায়নে বিভিন্ন শ্রেনী পেশার দায়িত্বশীল ব্যক্তিবর্গদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষন কর্মশলা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিডি হলরুমে আজ সকাল ১১টায় উপজেলা বিডি হলে এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল মতিন। উপজেলা নির্বাহী অফিসার রাম কৃষ্ণ বর্মনের সভাপতিত্বে এ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রোখছানা বেগম,উপজেলা পরিষদের নব-নিযুক্ত চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান,পৌর মেয়র আতাউর রহমান সরকার,সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ছোলায়মান আলী,গাইবান্ধা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক আবুল কালাম আজাদ,উপজেলা প্যানেল চেয়ারম্যান-১ শাকিলা বেগম,উপজেলা প্যানেল চেয়ারম্যান-২ শরিফুল ইসলাম তাজু,ওসি এ,কে,এম মেহেদী হাসান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম,উপজেলা চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক আ,র,ম শরিফুল ইসলাস জর্জ সহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,জন প্রতিনিধি,এনজিও প্রতিনিধি ছাত্র,ব্যবসায়ী, আইনজিবী,শিক্ষানুরাগী,শ্রমিক,ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ সমাজের দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের প্রশাসনের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।