
সংসদে গিয়ে অনিয়ম-দুর্নীতি তুলে ধরতে শপথ নিতে চান চাঁপাইনবাবগঞ্জ সদর আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য মোহাম্মদ হারুনুর রশীদ। হারুনুর রশীদ বিএনপির সাবেক সাংসদ সৈয়দা আসিফা আশরাফি পাপিয়ার স্বামী।
আজ সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। ‘আ.লীগের সাবেক এমপি আব্দুল ওদুদ কর্তৃক নিঃসন্তান ফুফা ও মৃত ফুফুর স্থাবর-অস্থাবর সম্পত্তি আত্মসাত ও কুক্ষিগত করার প্রসঙ্গে’ শিরোনাম নিয়ে সংবাদ সম্মেলন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বর্তমান ঝিলিম ইউনিয়নের চেয়ারম্যান তসিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি ও আইনজীবী রবিউল ইসলাম দোলনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হারুনুর রশিদ বলেন, জনগণ চাঁপাইনবাবগঞ্জ সদর আসন থেকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছে। সংসদ হিসেবে শপথ নেওয়ার জন্য জনগণের চাপ রয়েছে।
‘সারা দেশে কী হচ্ছে সেটা আপনার দেখার বিষয় নয়, আপনি জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন সংসদে গিয়ে জনগণের কথা বলবেন।’ এভাবেই জনগণ তার ওপর চাপ করছে বলে দাবি বিএনপি সাংসদের।