খবরবাড়ি ডেস্ক : চীনের হেবেই প্রদেশে শনিবার ভোরে ক্লোরিন নিঃসরণে দুই জন মারা গেছে এবং অপর ১৮ জন একটি হাসপাতালে ভর্তি হয়েছে।
বেইজিং থেকে ২শ’ কিলোমিটারেরও কম দূরত্বের হেজিয়ান নগরীর সুঙ্গুওঝুয়াং গ্রামে স্থানীয় সময় ভোট ৪টা ১০ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। বিষাক্ত গ্যাস নিঃসরণে ওই গ্রাম ও এর আশপাশের এলাকার বাসিন্দারা বিষে আক্রান্ত হয়। খবর সিনহুয়া’র।
এই ঘটনায় ১৮ জনকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। সূত্রঃ বাসস