
বগুড়া জেলা বিএনপির প্রশিক্ষন সম্পাদক ও সদর উপজেলা শাখার সাধারন সম্পাদক বিশিষ্ট পরিবহন ব্যবসায়ী অ্যাডভোকেট মাহবুব আলম শাহীনের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে জেলা বিএনপি। কর্মসূচীর অংশ হিসেবে বুধবার সকাল ১১টা থেকে ১২ টা পর্যন্ত শহরের ষ্টেশন রোডস্থ বগুড়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচীতে সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা সভাপতি ভিপি সাইফুল ইসলাম। এসময় তিনি বলেন, শাহীন স্বচ্ছ রাজনীতিবিদ ছিলেন। তাকে কেন হত্যা করা হলো। প্রশাসন জানলেও তাদের গ্রেফতার করছে না। তাদের গ্রেফতার করা না হলে রাজপথে খুনীদের বিচারের ব্যবস্থা করা হবে। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, চেয়ারপারসনের উপদেষ্টা ও পৌর মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, লাভলী রহমান, রেজাউল করিম বাদশা, ফজলুল বারী বেলাল, এম আর ইসলাম স্বাধীন, তাহাউদ্দীন নাহিন, নাজমুল হুদা পপন, শ্রী পরিমল চন্দ্র, কেএম খায়রুল বাশার, আব্দুল ওয়াদুদ, শাহ মেহেদী হাসান হিমু, এসএম রফিকুল ইসলাম, মিজানুর রহমান, শহিদুল ইসলাম খোকন, তৌহিদুল ইসলাম বিটু, দেলোয়ার হোসেন হিরু,শাহাবুল আলম পিপলু, ফারুকুল ইসলাম, হাসানুজ্জামান পলাশ, মাসুদ রানা, নুরে আলম সিদ্দিকী রিগ্যান, শফিকুল ইসলাম শফিক, লিটন শেখ বাঘা প্রমুখ। অন্যান্য বক্তা আসামী গ্রেফতার না হওয়ায় পুলিশের প্রতি ক্ষোভ প্রকাশ করেন।