
গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে।
দিবসটি পালনে বুধবার সকালে বিশাল একটি র্যালি উপজেলা প্রশাসন চত্বর থেকে বের হয়ে সদরের প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে র্যালিটি উপজেলা প্রশাসন গোল চত্বরে এসে সমেবেত হয়। অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ। শেষে উপজেলা প্রশাসন গোল চত্বরে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাউল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় দিবসটির প্রতি যথাযথ গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, সাবেক এমপি জেলা আ.লীগ নেতা আলহাজ্ব তোফাজ্জল হোসেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো.আরিফ হোসেন, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম রিপন, মোছা. আনোয়ারা বেগম, উপজেলা আ’লীগ সহ-সভাপতি শহিদুল ইসলাম বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, জাসদ সভাপতি নুরুজ্জামান প্রধান, মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার আব্দুর রহমান ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের যুগ্ম আহবায়ক মো. মন্জুর কাদির মুকুল। এসময় অপরাপর দপ্তরের কর্মকর্তা, স্থানীয় বিভিন্ন স্কুল-কলেজ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবি সংগঠন সমূহের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে উপজেলা আওয়ামী লীগের পৃথক উদ্যোগে অনুরূপ কর্মসূচি পালন করা হয়। এসময় উপজেলা আ.লীগ সভাপতি আবু বকর প্রধানের সভাপতিত্বে স্থানীয় চৌমাথা মোড়ে এক আলোচনা সভায় আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।