গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন গাইবান্ধা- ৪ গোবিন্দগঞ্জ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল লতিফ প্রধান,গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাম কৃষ্ণবর্মন, গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ মেহেদী হাসান, গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু,গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও কামারদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ শরিফুল ইসলাম রতন, গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান হিরু, গাইবান্ধা জেলা যুবলীগের সাবেক সহ সভাপতি আলতামাসুল ইসলাম শিল্পী, গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ প্রচার সম্পাদক ও বাসুদেবপুর কলেজের অধ্যক্ষ আব্দুর নুর,উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আনিছুর রহমান আনিছ, গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক রাজু সরকার, ও সাকিব খান লেবু, সহ নেতৃবৃন্দ।