1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৯:১৬ পূর্বাহ্ন
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত গাইবান্ধায় নবাগত ডিসি মাসুদুর রহমান মোল্লা’র যোগদান গোবিন্দগঞ্জে নির্যাতিত ও ত্যাগী নেতাদের মাঝে বিএনপির চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবীতে বিক্ষোভ অর্থের অভাবে ধান কাটতে না পারা চার কৃষকের ৩ একর জমির ধান কেটে দিলেন লালমনিরহাট কৃষকদল ‎ পীরগঞ্জে হানি ট্র্যাপের ঘূর্ণাবর্তে প্রধান শিক্ষক স্বপন কুমার; অন্যদিকে রাসলীলা উপভোগে উন্মত্ত সহকারি শিক্ষক রামকৃষ্ণ রায়! পীরগঞ্জে খোলা পেট্রোল বিক্রি হচ্ছে এসি ল্যান্ড অফিসের সামনে! উদ্দীপনায় পলাশবাড়ী মডেল প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তারাগঞ্জে পুকুরের পানিতে ডুবে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু গণঅভ্যুত্থান দমন মামলায় হাসিনা–কামালের মৃত্যুদণ্ড “পলাশবাড়ীতে জামায়াতের শোকরানা নামাজ আদায়” পলাশবাড়ীতে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল ইউএনও’র নেতৃত্বে রাষ্ট্র্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

৯৯ দেশে বড় ধরনের সাইবার হামলা, কম্পিউটার দখল করে মুক্তিপণ দাবি

  • আপডেট হয়েছে : শনিবার, ১৩ মে, ২০১৭
  • ২১ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্ক : বিশ্বের অন্তত ৯৯টি দেশের নজিরবিহীন বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে।

হামলার শিকার হয়েছে সমগ্র ইউরোপ, লাতিন আমেরিকা, এশিয়া। এসব দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে ‘র‌্যানসমওয়্যার’ ছড়িয়ে কম্পিউটারের নিয়ন্ত্রণ নিয়ে নেয়া হয়েছে। নিয়ন্ত্র¿ণ ফিরে পেতে ডিজিটাল মুদ্রা ‘বিট কয়েনের’ মাধ্যমে ৩০০ ডলার করে চাওয়া হয়েছে। অনেক দেশের স্বাস্থ্য, টেলিকম বা যোগাযোগের মতো গুরুত্বপূর্ণ খাত এই হামলার শিকার হয়েছে।
‘র‌্যানসম’ না দিলে সমস্ত ডেটা, এনক্রিপশন উড়িয়ে দেয়া হচ্ছে নিমেষে। একেবারে যেন অপহরণের জন্য মুক্তিপণ চাওয়া! ‘র‌্যানসম’ অর্থাৎ, মোটা অঙ্কের টাকা ও ‘ম্যালওয়ার’ মিলিয়ে এই হানার নাম দেয়া হয়েছে র‌্যানসমওয়্যার।
মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির নজরদারির কাজে ব্যবহৃত সফটওয়্যারের গলদ ধরেই হ্যাকররা এই কুকর্মে ঘটিয়েছেন বলে জানা গিয়েছে।
জানা যাচ্ছে, ৯৯টি দেশের কম্পিউটার এই হামলা শিকার হয়েছে, যার মধ্যে রয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, স্পেন, ইটালি ও তাইওয়ান।
শুক্রবার এই ভয়াবহ ম্যালওয়্যার হানার পরই এক ধাক্কায় বসে গেছে রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশের অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আক্রান্ত হয়েছে। বিশেষ করে বড় ধরণের হামলার মুখে পড়েছে যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস। দেশটির হাসপাতালে জরুরি চিকিৎসা সেবা বন্ধ করে রাখতে হয়।স্পেনের টেলিকম ও জ্বালানি কোম্পানি, যুক্তরাষ্ট্রের ডেলিভারি কোম্পানি ফেডএক্স এই হামলার শিকার হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইউরোপ, লাতিন আমেরিকা ও এশিয়ার একটা বিরাট অংশ। ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে মনে করেন ব্রিটেনের স্বাস্থ্য পরিসেবায় আঘাত হানতেই এই দুষ্কর্ম করা হয়েছে।
‘র‌্যানসমওয়্যার’ হচ্ছে এমন এক ধরণের ম্যালওয়ার বা ভাইরাস, যা কম্পিউটারের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং ব্যবহারকারীকে প্রবেশে বাধা দেয়। অনেক সময় হার্ডডিস্কের অংশ বা ফাইল পাসওয়ার্ড দিয়ে অবোধ্য করে ফেলে। পরে ওই কম্পিউটারের নিয়ন্ত্র¿ণ ফেরত দেয়ার জন্য মুক্তিপণ বা অর্থ দাবি করা হয়। ‘ট্রোজান ভাইরাসের’ মতো এ ধরণের ম্যালওয়ার এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ছড়িয়ে পড়তে পারে।
সাইবার নিরাপত্তা সংস্থা অ্যাভাস্ট বলছে, তারা ওয়ানাক্রাই ও ভ্যারিয়্যান্ট নামের র‌্যানসমওয়্যারের শিকার ৭৫ হাজার কম্পিউটার আক্রান্ত হওয়ার তথ্য পেয়েছেন। সংস্থাটির ম্যালওয়্যার বিশেষজ্ঞ জ্যাকব ক্রুসটেক বলছেন, এটি বিশাল একটি ঘটনা।
বিশেষজ্ঞরা বলছেন, অনেক ক্ষেত্রে মিল দেখা গেলেও, নির্দিষ্ট করে কোন লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয়নি।
ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংস্থা এনএসএর তৈরি করা একটি টুল ব্যবহার করে এই সাইবার হামলা চালানো হয়। গত এপ্রিলে শ্যাডো ব্রোকারস নামের হ্যাকাররা ওই প্রযুক্তিটি চুরি করে এবং ইন্টারনেটে ছড়িয়ে দেয়।
ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির এই সফটওয়্যার তৈরির পর গত বছর অগস্ট মাসেই এটির ত্রুটি ধরা পড়েছিল। চলতি বছরের মার্চ মাসে মাইক্রোসফট সমস্যার সমাধান করেলও দেরি হয়ে গিয়েছিল। এপ্রিলেই নিজেদের ‘শ্যাডো ব্রোকার’ পরিচয় দিয়ে একদল হ্যাকার অনলাইনে প্রকাশ করে দেয় সেই সফটওয়্যার।
ঘটনার পর প্রবল সমালোচনার মুখে পড়েছে এনএসএ। অনেক বিশেষজ্ঞই আবার ঘটনার জন্য এনএসএ-কে দায়ী করতে রাজি নয়। এনএসএ সঠিক সময় মাইক্রোসফটকে জানিয়েছিল বলেই দাবি করেছেন তারা।
শুক্রবার ঘটনা সামনে আসার পর মাইক্রোসফটের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ‘মার্চ মাসে আমরা এই সফটওয়্যারকে সুরক্ষিত করতে ও ম্যালওয়্যার আটকাতে যথেষ্ট চেষ্টা করেছিলাম। যারা আমাদের ফ্রি অ্যান্টি-ভাইরাস সফটওয়্যার ব্যবহার করেছেন ও উইন্ডোজ আপডেট এনেবল করেছেন তাদের কম্পিউটার সুরক্ষিত রয়েছে। কোনও অতিরিক্ত সুরক্ষার ব্যবস্থা করা যায় কিনা তা আমরা দেখছি।’
যদিও, এনএসএ-র কাছ থেকে এখনও কোনও মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে, জানা যাচ্ছে যে, এই র‌্যানসমওয়্যারে বিট কয়েনের যেসব ওয়ালেটে অর্থ জমা দিতে বলা হয়েছে, সেখানে নতুন করে মোটা অর্থ জমা পড়ার খবর পাওয়া যাচ্ছে। সূত্রঃ বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft