
গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলা কৃতি সন্তানদের স্মৃতি সংরক্ষণাগার ও বিনোদন কেন্দ্র সৌরভে সাদুল্যাপুর এর উদ্বোধন করা হয়।
সাদুল্লাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে আজ ১৩ এপ্রিল শনিবার দুপুরে এ বিনোদন কেন্দ্রটি উদ্বোধন করেন জেলা প্রশাসক গাইবান্ধা আবদুল মতিন।
এ সময় উপস্থিত ছিলেন, সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার রহিমা খাতুন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ছামছুল হাসান ছামছুল, প্রকৌশলী মাজহারুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা মেছের উদ্দিন সরকার, নুরুন্নবী সরকার তারা, প্রেসক্লাব সাধারণ সম্পাদক খোরশেদ আলম ও থানার ওসি (তদন্ত) এমরানুল কবির প্রমূখ।
উল্লেখ্য,উপজেলা নির্বাহী অফিসার রহিমা খাতুনের উদ্যোগে এই বিনোদন কেন্দ্রটি নির্মিত করা হয়।