
১৪ দলের মুখপাত্র ও সংসদ সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপিকে বলবো সবকিছু নিয়ে রাজনীতি করবেন না। আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখন কোনো হত্যার বিচার করেননি। আমরা একমাত্র দল যে দল নিজের দলের কর্মীকেও ছাড় দেয়নি। যদি একাত্তরের বিচার করতে পারেন শেখ হাসিনা, নুসরাত হত্যার বিচারও করে দেখাবেন।
শনিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
নুসরাত হত্যার বিষয় নিয়ে রাজনীতি না করতে বিএনপির প্রতি আহবান জানান মোহাম্মদ নাসিম। তিনি বলেন, নুসরাত হত্যার সঙ্গে জড়িত কাউকেই সরকার ছাড় দেবে না।