
সরকারের জায়গায় শাসক দল দখল করে নিয়েছে বলেই দেশে এতো অবিচার, অনাচার, ব্যভিচার, নির্যাতন হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
তিনি বলেন, সরকার যখন শাসক হয়ে যায় তখনি দুঃশাসন মাথাচাড়া দেয়। বাংলাদেশে বর্তমানে কোনো সরকার নেই শাসক আছে। আর সেই শাসকের ক্যাপ্টেন হচ্ছে শেখ হাসিনা।
আজ শুক্রবার (১২ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খা হলে ‘জিয়া আদর্শ একাডেমি’র উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও হাবিব উন নবী খান সহ সকল রাজবন্দির মুক্তির দাবিতে আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, নুসরাত আজ চলে গেছে, তাকে যে ওসি জিজ্ঞাসাবাদ করেছে সেই ওসির কত বড় দুঃসাহস সেই জিজ্ঞাসাবাদ ভিডিও করলো। সেই ভিডিওটি আবার প্রকাশ করলো কীভাবে? তাঁর বিরুদ্ধে প্রথম সাইবার সিকিউরিটি একটি মামলা করে তাকে রিমান্ডে আনা উচিত। কিন্তু সেটা এই আওয়ামী শাসকরা করবে না। কারণ এরা তো সরকার না এরা হচ্ছে শাসক।
তিনি বলেন, আজ নুসরাতের যে অবস্থা হয়েছে এটা তো বাংলাদেশের একটি খণ্ডচিত্র মাত্র। আজ গোটা বাংলাদেশই তো নুসরাতে পরিণত হয়েছে। সারা বাংলাদেশ আজ ধর্ষিত, অগ্নিদগ্ধ আর ফেনীর সোনাগাজীতে তো কি হয়েছে তা আল্লাহ রাব্বুল আলামিনই ভাল জানেন।
কারাবন্দি খালেদা জিয়ার প্যালোলে মুক্তি নিয়ে যুবদলের সাবেক এ সভাপতি বলেন, প্যারোলটা প্রসব করেছে আওয়ামী লীগ এবং এটা লালন পালন করে শিশুর মত বড় করেছে আওয়ামী লীগ। এক মন্ত্রী বলে খালেদা জিয়ার পরিবার থেকে সুপারিশ করলে প্যারোলে মুক্তি দেয়া হবে। আরেকমন্ত্রী বলে প্যারোলের কোন প্রশ্নই আসে না। আইনগত ভাবে মুক্তি নিতে হবে। নিজেরা পক্ষ-বিপক্ষ হয়ে একটি নাটক তৈরি করেছেন। এ নাটকের মধ্য দিয়ে যে অবস্থা তৈরি হয়েছে। সেই নাটক নিয়ে আমরা যেন গুরুত্ব দিয়ে আলোচনা না করি।
তিনি বলেন, এই আওয়ামী লীগ সরকার প্রশাসন, বিজিবি, পুলিশ-র্যাবে ভিক্ষা দেয়া ভোটে নির্বাচিত হয়েছে। তাদের ভিক্ষা দেয়া ভোটে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছে। তাই এই সরকারের কাছে আমরা এর চেয়ে বেশি কি আশা করতে পারি।
আয়োজক সংগঠনের সভাপতি আজম খানের সভাপতিত্ব প্রতিবাদ সমাবেশে অন্যদের আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, বিএনপির সহ-তথ্য ও গবেষণা সম্পাদক ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গনি চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা আক্তারুজ্জামান বাচ্চু, কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য মিয়া মোহাম্মদ আনোয়ার, কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।