
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার শোভাগঞ্জ বাজারে মালবাহী ট্রাকের ধাক্কায় আজাদুল ইসলাম (২৮) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আজাদুল পার্শ্ববর্তী শান্তিরাম ইউনিয়নের পাঁচগাছি শান্তিরাম গ্রামের চাঁদ মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, আজাদুল বাইসাইকেল যোগে যাচ্ছিলেন। তিনি সুন্দরগঞ্জ-গাইবান্ধা আঞ্চলিক মহাসড়কের শোভাগঞ্জ বাজারস্থ মরুয়াদহ ব্রিজের পশ্চিম পাশে চৌরাস্তা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। নিহত আজাদুল পেশায় রাজমিস্ত্রী। ঘটনার পর পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এছাড়া চালকসহ ঘাতক ট্রাকটিও আটক করে।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এসএম আব্দুস সোবহান বিষয়টি নিশ্চিত করেন।