
বিশ্বের অন্যান্য স্থানের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় আজ ৭ এপ্রিল (রোববার) বিশ্ব স্বাস্থ্য দিবস ২০১৯ পালিত হবে।
সরকার দিবসটি উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। এছাড়াও এদিন স্বাস্থ্য মন্ত্রণালয় দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করবে।
কর্মসূচির মধ্যে রয়েছে, সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হবে জাতীয় পর্যায়ে উদ্বোধনী অনুষ্ঠান।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানায়, দিবসটি উপলক্ষে জাতীয় পর্যায়ে উদ্বোধনী অনুষ্ঠান, সেমিনার, জাতীয় পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ, টেলিভিশনে আলোচনা, সড়কদ্বীপ সজ্জিতকরণ, প্রেসব্রিফিং, জারিগান, প্রতিপাদ্য বিষয়ের উপর সরকারি-বেসরকারি সংস্থার উদ্যোগে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
সূত্র আরও জানায়, প্রতিবছরই একটি গুরত্বপূর্ণ সমস্যাকে চিহ্নিত করে সে বিষয়ে ব্যাপক গণ সচেতনতা সৃষ্টি, সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সকলের সমর্থন অর্জনই দিবসটি পালনের মূল লক্ষ্য থাকে। এবছর ‘সমতা ও সংহতি নির্ভর সার্বজনিন প্রাথমিক স্বাস্থ্যসেবা’এর উপর গুরত্বারোপ করা হবে।