গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ আসনের আওয়ামীলীগ দলীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ এমপিকে শনিবার রাতে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন গোবিন্দগঞ্জ উপজেলা শ্রমিকলীগ। এসময় জেলা আওয়ামীলীগ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও শ্রমিক নেতা আলহাজ্ব মোহাম্মদ হোসেন ফকু, গাইবান্ধা জেলা জাতীয় শ্রমিকলীগ সাধারণ সম্পাদক সুধাংশুা রায়, গাইবান্ধা শহর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক চঞ্চল, গোবিন্দগঞ্জ উপজেলা জাতীয় শ্রমিকলীগ শ্রমিক নেতা গোলজার রহমান ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রধান তুহিন, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক ডিনা, উপজেলা যুগ্ম সম্পাদক উত্তম সূত্রধর, শ্রমিক নেতা আমিরুল ইসলাম আবু ,রিমন মহন্তসহ শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে, উপজেলা মহিলা যুবলীগ নেতৃবৃন্দ আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান।