
গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের রসুলপুর গ্রামে ৫৫ বছরের বৃদ্ধ রফিকুল কর্তৃক ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষিত শিশু রসুলপুর গ্রামের এক মাছ ব্যবসায়ীর মেয়ে।
হাসপাতাল ও মেয়ের অভিভাবক সূত্রে জানা গেছে, গততাল ৬ এপ্রিল বিকাল ৪ টার দিকে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের রসুলপুর গ্রামের ওই মাছ ব্যবসায়ীর শিশু কন্যা বাড়ির পাশে খেলতে থাকা অবস্থায় একই গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম তাকে পাশের বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টাকালে এলাকার লোকজন টের পেলে তাকে চারপাশ থেকে ঘিরে ফেলে। এসময় শিশুটিকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনার পরে ফুলছড়ি থানা পুলিশ স্থানীয় নারী ফেডারেশনের সদস্যদের সহায়তায় আসামীকে আটক করে।
এ বিষয়ে ফুলছড়ি থানার ওসি বেলাল হোসেন সাংবাদিদের জানান, আসামীকে গ্রেফতার করা হয়েছে এবং ধর্ষিতার বাবাকে বাদী করে একটি মামলা দায়ের করা হয়েছে।