গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে শিকারীর ধরা আবদ্ধ বেশ কিছু পাখি অবমুক্ত করন অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্তরে ২টি বাংলা টিয়া ও ৭টি কাল ঘুঘু অবমুক্ত করেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন। এসময় নিপোর পরিচালক আহাম্মদ উল্লাহসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার জানান, জীব বৈচিত্র্য রক্ষায় বন্য প্রানী শিকার অপরাধ। তাই কোথাও কেউ বন্য প্রানী শিকার করা দেখলে প্রশাসনকে অবহিত করার জন্য বলা হয়েছে। ইতি পূর্বে কালো বিড়াল,বৃহৎ আকারের কচ্ছপ সহ বন্য প্রানী অবমুক্ত ও চিড়িয়াখানায় হস্তান্তর করা হয়েছে।