গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে গোলাপবাগ মহিলা দাখিল মাদ্রাসার দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ সমিতির সহ-সভাপতি, প্রেসক্লাবে উপদেষ্টা ও সুদিনের বার্তা পত্রিকার সম্পাদক শাহরিয়ার খসরু লাবলু। এসময় তার সহধর্মীনি ও সাফিয়া খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নাজিম উদ্দিন উপস্থিত ছিলেন। তিনি মাদ্রাসার অবকাঠামোগত কিছু সমস্যা দেখে তা নির্মাণে সহায়তার আশ্বাসসহ গরীব মেধাবী শিক্ষার্থীদের পড়াশুনার ক্ষেত্রে তার সহযোগীতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।