ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। বৃষ্টি বাঁধায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেছে আম্পায়ার।
শুক্রবার ডাবলিনের মালাহাইডে বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটায় শুরু হয় ম্যাচটি। দেশটির আবহাওয়ার পূর্বাভাসে বলেছিল, ম্যাচটিতে বৃষ্টি বাগড়া দিতে পারে। স্থানীয় সময় সকালে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে আবহাওয়ার পূর্বাভাসে বিকেলে বৃষ্টির কথা না থাকলেও আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং হুট করে বৃষ্টি ও আসার সম্ভাবনা রয়েছে। আর তাই হলো শেষ অবধি। টসের পরই বৃষ্টি হানা দিল ডাবলিনে। আর তাই ম্যাচ শুরু হতে কিছুক্ষন বিলম্ব হয়। এরপর ফের ৩১.১ ওভারের মাথায় বৃষ্টি হানা দেয় ডাবলিনে। প্রথম বৃষ্টিপাতের ২০ মিনিট পর খেলা শুরু হলেও দ্বিতীয়বারের সময়কাল ৩০ মিনিট পার হলেও থামছে না বৃষ্টি। তাই বলা যায় পরিত্যক্তের পথে এগোতে পারে। শেষ পর্যন্ত হলোও তাই। সর্বশেষ তথ্যমতে টাইগারদের স্কোর ছিল ৪ উইকেট হারিয়ে ১৫৭ রান। তাই ভাগে ১ পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে দুই দলকেই।
বাংলাদেশের পক্ষে তামিম ৬৪ এবং রিয়াদ ৪৩ রানে ব্যাট করছিলেন। শুরুর ধাক্কা সামলে এই দুজন দলে নিয়ে যাচ্ছিলেন লড়াকু স্কোরের দিকে। তবে বৃষ্টি আর সেটা হতে দেয়নি।

বাংলাদেশ একাদশ
সাকিব আল হাসান, তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও তাসকিন আহমেদ।
আয়ারল্যান্ড একাদশ
পল স্টার্লিং, উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), এন্ড্রু বালবিরনি, নেইল ;ব্রায়ান (উইকেট রক্ষক), স্টুয়ার্ট থম্পসন, গ্যারি উইলসন, কেভিন ও;ব্রায়ান, জর্জ ডকরেল, ব্যারি ম্যাকার্থি, টিম মুরতাগ, পিটার চেজ।