
সেনাবাহিনীতে চাকরি দেয়ার কথা বলে গাইবান্ধায় ঘুষের টাকা নিতে এসে শাকিল খন্দকার (৩৫) ও হেমায়েত হোসেন (৪১) নামের দুই ভুয়া সেনা সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। ২ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় গাইবান্ধা সদরের তুলশিঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক শাকিল খন্দকার কুষ্টিয়ার খোকশা উপজেলার জার্নিপুর গ্রামের হেলাল খন্দকারের ছেলে ও হেমায়েত হোসেন মাদারীপুরের কালকিনি উপজেলার তালাই সরদার চর গ্রামের মৃত মতিউর রহমনের ছেলে।
গাইবান্ধার ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, তারা দুজন সেনাবাহিনীতে চাকরি দেয়ার কথা বলে স্থানীয় যুবকদের কাছ থেকে ফাঁকা চেক নিয়ে ৬ লাখ টাকা নিতে আসে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।