
রাজধানীর বনানীর এফআর টাওয়ারের জমির মালিক প্রকৌশলী এস এম এইচ আই ফারুকেও ভবনের বর্ধিত অংশের মালিক বিএনপি নেতা তাসভির উল ইসলামের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী এ আদেশ দেবেন।শনিবার দিবাগত রাতে তাসভির-ফারুককে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ।
রোববার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক জালাল উদ্দীন আসামিদের আদালতে হাজির করে তাদের ১০ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে ২৫ জন নিহত হন। পরের দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়।