
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, যা কিছুই ঘটে তার সব দায় বিএনপির ওপর চাপায় সরকার। এ কারণেই বনানী অগ্নিকাণ্ডের বিএনপি নেতা তাসভীর উল ইসলামকে গ্রেফতার করা হয়েছে আর সরকারের সঙ্গে জড়িত এফআর টাওয়ারের ডেভেলপার, মালিক নির্বিগ্নে ঘুরে বেড়াচ্ছে।
সকালে বিএনপির নয়াপল্টন কার্য্যালয়ে আলহাজ্ব মোয়াজ্জেম হোসেনের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে রিজভী এসব কথা বলেন।
ওলামা দলের সাধারণ সম্পাদক শাহ নেছারুল হকের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদসহ অন্যরা।
রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রী এখন কৌশল নিয়েছেন— যা কিছু ঘটবে, বিএনপির ওপর চাপাও। তাসবিরুল ইসলাম কুড়িগ্রাম বিএনপির সভাপতি, এটা সত্য কথা। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্যও তিনি। কিন্তু ওই বিল্ডিংয়ের সঙ্গে তাসবিরুল ইসলামের সম্পর্ক কী? ওইটার তো তিনি জমির মালিক নন, সে তো ডেভেলপার নন, তাকে গ্রেফতার করলেন কেন? গ্রেফতার করেছেন এই কারণেই যে, জনগণ দেখানো যা কিছু হয়, যা কিছু ঘটে, তার সঙ্গে বিএনপি জড়িত।’
তিনি আরও বলেন, উনি তো তিনটি ফ্ল্যাট কিনেছেন রূপায়নের কাছ থেকে। রূপায়নের মালিক কে? রূপায়নের মালিক সরকার সমর্থিত। তাছাড়া তাসবিরুল যখন ফ্ল্যাট কিনেছেন, তখন বিল্ডিং হয়ে গেছে। অথচ তাসবিরুল দায়ী হয়ে গেলেন, তিনি গ্রেফতার হয়ে গেলেন।
সরকার ফায়ার সার্ভিস উন্নত করেনি অভিযোগ করে রিজভী বলেন, ‘আজকে তরুণ-তরুণীরা ঝলসে যাচ্ছে, পোড়া মানুষের মাংসের গন্ধে ঢাকার বাতাস ভারি হয়ে উঠছে। কিন্তু সরকার নির্বিকার। প্রধানমন্ত্রী তার অফিস থেকে নাকি মনিটরিং করছেন আগুন কীভাবে লেগেছে। উনি কী মনিটরিং করছেন? হেলিকপ্টার করে বালতি ভরে পানি নেওয়া হচ্ছে হাতিরঝিল লেক থেকে। সেই তলা ফুটো বালতির পানি বনানী যাওয়ার আগেই শেষ! এই হচ্ছে প্রধানমন্ত্রীর মনিটরিং।’