খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধায় ২৭ তম জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন গৌতম চন্দ্র পাল। বৃহস্পতিবার বিকেলে গৌতম চন্দ্র পালের কাছে আব্দুস সামাদ জেলা প্রশাসকের দায়িত্বভার অর্পণ করেন।
গৌতম চন্দ্র পাল এর আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে উপ-সচিব হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১৯৯৫ সালের ১৫ নবেম্বর সরকারী চাকরীতে যোগ দেন। ২০১৫ সালের ২৫ জুন উপ-সচিব হিসেবে তার পদোন্নতি হয়।
গাইবান্ধার সদ্য বিদায়ী জেলা প্রশাসক আব্দুস সামাদকে জাতীয় নদী রক্ষা কমিশনের পরিচালক হিসেবে বদলী করা হয়েছে। আব্দুস সামাদ ২০১৫ সালের ২৫ জুন জেলা প্রশাসক হিসেবে গাইবান্ধায় যোগদান করেছিলেন।