
গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন বলেছেন, যারা এ দেশে গণতন্ত্র চলতে দেয় না, তারা বঙ্গবন্ধুর স্বপ্নের পথে বাধা দিচ্ছে।
আজ সোমবার বিকালে সুপ্রিমকোর্ট মিলনায়তনে বঙ্গবন্ধুর ৯৯ তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন- গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু, প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক, মোকাব্বির খান, গণফোরাম নেতা ইঞ্জিনিয়ার সিরাজুল হক, গণফোরাম ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ প্রমুখ।
নেতাকর্মীদের কাছে প্রশ্ন রেখে ড. কামাল হোসেন বলেন, আমাদের দেশে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন কি হচ্ছে? আইনের শাসন আছে? মানুষের ভোটের অধিকার আছে? তার প্রশ্নের জবাবে নেতাকর্মীরা না.. না.. উচ্চারণ করেন। এ সময় ড. কামাল বলেন, আমি আনন্দ বোধ করতাম যদি সবাই হ্যাঁ হ্যাঁ উত্তর দিতেন। আজকে স্বাধীনতার ৪৮ বছর পর কেন আমাদের এসব শুনতে হচ্ছে।
তিনি বলেন, যারা বঙ্গবন্ধুর নাম নিয়ে মানুষের ওপর আক্রমণ করে, যারা তার কথা অমান্য করছে তাদের চিহ্নিত করে আমাদের সকলে মিলে তাদের একঘরা করা দরকার।
গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী বলেন, বর্তমান সরকার বঙ্গবন্ধুর নীতির উল্টো কাজটা করছে। বঙ্গবন্ধুকে ১৫ আগস্ট ঘাতকরা হত্যা করেছে। আজকে যারা সুশীল, বঙ্গবন্ধুর নীতি আর্দশের কথা বলেন, তারা প্রতিদিন প্রতি মুহূর্তে বঙ্গবন্ধুকে হত্যা করছেন।