গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকীও জাতীয় শিশু দিবস ২০১৯ইং উপলক্ষে বর্নাঢ্য র্যালী, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন ও আলোচনা সভা,কেক কর্তন, পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্নাঢ্য র্যালী শহর প্রদক্ষিন করে উপজেলা বিডি হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন,পৌর মেয়র আতাউর রহমান সরকার,এতে বিশেষ অতিথি ছিলেন,অফিসার ইনচার্জ এ,কে,এম মেহেদী হাসান, উপজেলা প্রকৌশলী ছাবের আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদিপ কুমার সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মামুনুর রশিদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হকের সঞ্চালনায় অন্যান্য বিশেষ অতিথির মধ্যে অধ্যক্ষ বশির আহাম্মেদ,অধ্যক্ষ আহসান হাবীব প্রিন্স,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলাম আজাদ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জীবুন নেসা,উপজেলা আনসার ভিডিপি অফিসার আসাদুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা কাজী সাখোয়াত হোসেন,গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ আব্দুল হামিদ,সহকারী অধ্যাপক ফিরোজ খানুন নুন,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোকাররম হোসেন রানা,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ,শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।