গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন হাইকোর্ট বিভাগের আদেশ ক্রমে স্থগিত করেছে নির্বাচন কমিশন।
রিট পিটিশন কারী নাজমুল ইসলাম এর আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তালিকায় অন্তর্ভুক্ত ও প্রশাসনিক কার্যক্রম এর জন্য উপজেলা পরিষদের ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। রিট পিটিশন নং ২১০৮/২০১৯ এর বিগত ২৬শে ফেব্রুয়ারি ২০১৯ মাননীয় হাইকোর্ট জনাব নাজমুল ইসলামের মনোনয়ন গ্রহণ সহ তার অনুকূলে প্রতীক বরাদ্দ পূর্বক গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়ার জন্য আদেশ প্রদান করেছে মাননীয় হাইকোর্ট। উক্ত আদেশ এর পরিপ্রেক্ষিতে আতিয়ার রহমান উপসচিব নির্বাচন পরিচালনা -২ এর স্বাক্ষরিত আদেশের কপি আজ গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছেছে। গাইবান্ধা জেলা প্রশাসক মোঃ আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করেছেন।