
দেশের প্রচার সংখ্যায় শীর্ষে বাংলাদেশ প্রতিদিন। পত্রিকাটি পাঠকের মন কেড়ে নিয়েছে তার বস্তুনিষ্ঠ ও সময় উপযোগী সংবাদ পরিবেশনের মাধ্যমে। কম মূল্যের কারনে সর্বস্তরের পাঠক এটি কিনতে পারছে। সারা বাংলাদেশের ন্যায় গাইবান্ধায় বাংলাদেশের এর সর্বাধিক প্রচারিত জাতীয় দৈনিক “বাংলাদেশ প্রতিদিন” এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১৫ মার্চ শুক্রবার সকালে গাইবান্ধা প্রেসক্লাব -এ অালোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গাইবান্ধা জেলা প্রশাসক উপরোক্ত কথাগুলি বলেন। তিনি অারো বলেন, অামরা জেনেছি খুব শিঘ্রই বগুড়ায় এটি ছাপা হয়ে উত্তরাঞ্চলের বাজারে সকাল সকাল পৌছতে পারবে। এ অঞ্চলের পাঠকের হাতে সকালবেলা কাগজ পৌছলে এর প্রচার সংখ্যা অারো বৃদ্ধি পাবে। দেশের সামগ্রিক সমস্যা সম্ভাবনা উন্নয়নের সংবাদের পাশাপাশি গাইবান্ধা জেলার সংবাদ ” বাংলাদেশ প্রতিদিনে ছাপা হলে এলাকার উন্নয়নে তা ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যাক্ত করেন। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি জেলা প্রশাসককে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান গাইবান্ধা প্রেসক্লাব এর সভাপতি শামীম উল হক শাহীন।
পরে অালোচনা সভায় অন্যান্যদের মদ্ধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিদিন গাইবান্ধা জেলা প্রতিনিধি ও প্রেসক্লাব এর কোষাধ্যক্ষ গৌতমাশিষ গুহ সরকার, নাট্য বাক্তিত্ব রেজাউল করিম সোনা, গাইবান্ধা প্রেসক্লাব এর সভাপতি শামীম উল হক শাহীন, সাধারণ সম্পাদক সরকার মো. শহিদুজ্জামান প্রমুখ। আলোচনা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক পত্রিকার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। এতে প্রেসক্লাব সদস্য সহ বিভিন্ন সাংবাদিক রা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সার্বিক সহযোগীতা করেন।