গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০১৯ইং উপলক্ষে বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকলে এ দিবস উপলক্ষে বর্নাঢ্য র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা বিডি হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন। বিশেষ অতিথি হিসাবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার বরজাহান আলীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে সহকারী শিক্ষা অফিসার আবু সুফিয়ান, সহকারী শিক্ষা অফিসার আব্দুর রউফ, সহকারী কর্মকর্তা আব্দুল মান্নানসহ অন্যরা উপস্থিত ছিলেন।