সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এই পর্যন্ত পদ্মাসেতুর কাজের সার্বিক অগ্রগতি হয়েছে ৪৩ ভাগ। চলতি বছর জুন মাসে দৃশ্যমান হবে পদ্মাসেতু।
শুক্রবার দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগরের দোগাছিতে পদ্মাসেতুর সার্ভিসিং এলাকার সভাকক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
ওবায়দুল কাদের জানান, সেতুর মোট ৪১টি স্পেনের মধ্যে ২০টি স্পেনই প্রস্তুত হয়ে আছে। জুন মাসে স্পেন বসানোর কাজ শুরু হয়ে ১৫ দিন অন্তর অন্তর পিলারের উপর বসবে স্পেনগুলো।
নির্দিষ্ট সময়ের মধেই পদ্মাসেতুর কাজ সম্পন্ন হবে বলেও মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন। সূত্র- আরটিএনএন