
বাংলাদেশ স্কাউটস গাইবান্ধা জেলা শাখার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মার্চ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। গাইবান্ধা জেলা প্রশাসক ও জেলা স্কাউটস এর সভাপতি মো.আবদুল মতিন এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছা.রোখছানা বেগম,অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মো.তোফায়েল হোসেন, জেলা শিক্ষা অফিসার ও জেলা স্কাউট কমিশিনার মো. এনায়েত হোসেন, প্রাথমিক জেলা শিক্ষা অফিসার ও জেলা স্কাউট সহ- সভাপতি মো. হোসেন আলী, জেলা স্কাউটস’র সাধারন সম্পাদক ও বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান সহ জেলা স্কাউটস’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উল্লেখ্য, জেলা প্রশাসক গাইবান্ধা কর্তৃক প্রদত্ত স্কাউটস এর ভুমিতে স্কাউটস অফিস ও স্কাউটস ট্রেনিং সেন্টার নির্মাণসহ গাইবান্ধা জেলাকে শতভাগ জেলা স্কাউটস ঘোষণা উদ্যেগ ও বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।