
দেশে মোবাইল ফোন কোম্পানির টাওয়ার থেকে কী পরিমাণ রেডিয়েশন বের হয় এবং তা আদৌ ক্ষতিকর কিনা আগামী ২৩ এপ্রিল সে বিষয়ে রায় দেয়া হবে।
আজ রবিবার রিট আবেদনের শুনানি শেষে এ তারিখ ঘোষণা করেছেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ।
২০১২ সালে মোবাইল টাওয়ারের বিকিরণ নিঃসরণ নিয়ে রিটটি করে পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। এতে বিকিরণের মাত্রা এবং এর স্বাস্থ্য ও পরিবেশগত প্রভাব খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।
উল্লেখ্য, প্রতিবেশী দেশ ভারত, মোবাইল ফোনের টাওয়ার থেকে রেডিয়েশন বন্ধে এরই মধ্যে নীতিমালা করেছে।