
সবাই মিলে ভাব নতুন কিছু করো, নারী-পুরুষ সমতার নতুন বিশ্বগড়ো ’ এই স্লোগানে গাইবান্ধা পাবলিক লাইব্রেরি এন্ড ক্লাব চত্বরে আজ শুক্রবার (০৮ মার্চ) থেকে শুরু হয়েছে দুই দিনের ‘নারী উন্নয়ন মেলা-২০১৯’। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এই মেলার আয়োজন করেছে গাইবান্ধা জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর।
মেলায় নারী উদ্যোক্তারা তাদের তৈরি পণ্যের পসরা সাজিয়েছেন। এখানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন অঙ্গ সংগঠন ও বেসরকারি উন্নয়ন সংস্থার সঙ্গে জড়িত নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনের জন্য ১১টি স্টল বরাদ্ধ দেয়া হয়েছে। মেলা চলবে আজ বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত।
বিকেলে এই মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি। এসময় জেলা প্রশাসক মো. আবদুল মতিন, অতিরিক্ত পুলিশ সুপার রাহাত মোহাম্মদ গাওহারী, পৌর মেয়র এ্যাড. শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন উপস্থিত ছিলেন।
এরআগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গাইবান্ধায় জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে গাইবান্ধা পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাব চত্ত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও ক্লাব চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে নারী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো. আবদুল মতিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন হুইপ মাহাবুব আরা বেগম গিনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার রাহাত মোহাম্মদ গাওহারী ও গাইবান্ধা পৌর মেয়র এ্যাড. শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলনসহ বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ।