
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গাইবান্ধার সাদুল্লাপুরে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। সবাই মিলে ভাব নতুন কিছু করো, নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো এ প্রতিপাদ্যকে ধারণ করে বুধবার সকালে সাদুল্লাপুর মেইন সড়কে এ মানববন্ধন আয়োজন করেন উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক বিভাগ।
ঘন্টাব্যাপী এ কর্মসূচী চলাকালে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক খোরশেদ আলম, শিক্ষক জাহিদুল ইসলাম, শহিদুল ইসলাম, ব্রাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর সংগঠক মিনারা খাতুন। এছাড়া পল্লী সমাজ সংগঠনের সদস্য ও মাদ্রাসার ছাত্রীরা অংশগ্রহন করেন।