গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে আগামী ২৫ মে গোবিন্দগঞ্জ উপজেলা নির্মান শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন।এ নির্বাচন ঘিরে চলছে সাজ -সাজ রব ও উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে আজ বিকালে মাষ্টারপাড়া এ সংগঠনের অফিস কার্যালয়ে নির্বাচনের প্রধান নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান গোলাম রব্বানী রানু মাষ্টারের হাতে সভাপতি প্রার্থী সাবেক সাধারন সম্পাদক শ্রমিক নেতা তাজুল ইসলাম মনোনয়নপত্র জমা দেন।
এসময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এরশাদুল ইসলাম,কার্যনির্বাহী সদস্য বাবু মিয়া,নফুর উদ্দিন,আনোয়ার হোসেন,নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মিন্টু মিয়া, জামরুল, রফিকুল ইসলাম রিকো, শিশির কুমার সিংহ অত্র সংগঠনের শ্রমিকবৃন্দু উপস্থিত ছিলেন।