
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ চার দিনের সফরে রংপুর যাচ্ছেন।
রবিবার হেলিকপ্টারযোগে রংপুর সেনানিবাসের উদ্দেশ্যে রাজধানী ছাড়ার কথা রয়েছে এইচ এম এরশাদের।
এবারের ব্যক্তিগত সফরে তাঁর সফরসঙ্গী হিসেবে থাকছেন- জাতীয় পার্টির মহাসচিব ও সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মো. মসিউর রহমান রাঙ্গা এমপি ও পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) মো. খালেদ আখতার।