
আওয়ামী লীগ ক্ষমতায় এলে সব সময় দেশের উন্নয়নকে অগ্রাধিকার দেয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে প্রবাসী প্রকৌশলীদের প্রথম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধানমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, ‘সারা দেশে ডিজিটাল সুবিধা পৌঁছে গেছে, হাইটেক পার্ক ও ডিজিটাল সেন্টারগুলোর সুফল পাচ্ছে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষ। এতে দেশে বাড়ছে সাক্ষরতার হার।’
দেশের উন্নয়নে প্রবাসী প্রকৌশলীদের অবদান রাখার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, ‘ব্রেন ড্রেন নয়, বিদেশ থেকে উন্নত শিক্ষা নিয়ে শিক্ষার্থীদের দেশে ফিরে উন্নয়নের অবদান রাখতে হবে।’