
চট্টগ্রাম বিমানবন্দরে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইগামী উড়োজাহাজ ছিনতাই চেষ্টার ঘটনায় ছিনতাইকারীর লাশ গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে তার পরিবার।
পলাশের বাবা বলেন, ‘ছেলে বেয়াড়া ছিল। কী করত, কোথায় থাকত, তা জানতাম না।’
তিনি আরও জানান, সর্বশেষ একটানা ১৫ দিন বাড়ি ছিলেন পলাশ। এর আগে এতটা সময় তিনি বাড়ি থাকেননি। দুবাই যাওয়ার কথা বলে গত শুক্রবার বাড়ি ছেড়ে যান পলাশ।
এলাকাবাসী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, মাদ্রাসায় পড়াশোনা করলেও পলাশের গান-বাজনার প্রতি অনেক ঝোঁক ছিল। পরবর্তীতে তিনি নাটক-সিনেমার সঙ্গে জড়িয়ে উচ্ছৃঙ্খল হয়ে যান।
র্যারের তথ্য অনুযায়ী, ছিনতাই চেষ্টাকারীর নাম. মো. পলাশ আহমেদ, পিতা. পিয়ার জাহান সরদার, ঠিকানা: দুধঘাটা, পিরিজপুর, সোনারগাঁও, নারায়ণগঞ্জ। ব্যক্তিগত জীবনে তিনি নায়িকা শিমলার সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ ছিলেন।
র্যাব আরও জানায়, ছিনতাই চেষ্টা করা ওই বিমানের প্যাসেঞ্জার লিস্ট অনুযায়ী পলাশ অভ্যন্তরীণ রুটের (ঢাকা-চট্টগ্রাম) যাত্রী ছিলেন। তার নাম উল্লেখ ছিল, AHMED/MD POLASH. সিট নম্বর ছিল-17A. সূত্র- আমাদের সময়।