
আজকে সকালে বেলা ঝড়-বৃষ্টি হয়েছে সেটাও পারলে বিএনপি বলে আওয়ামী লীগ সরকার জড়িত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার দুপুরে রাজধানীর খামার বাড়িতে মেট্রোরেলের স্ক্রু-পাইলিংয়ের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, পিলখানা বড় মামলা। এতো আসামি ও সাক্ষী, তারপরেও বিচারকাজ সম্পন্ন হয়েছে। এটা নিয়ে দেশ-বিদেশে কোথাও সমালোচনা নেই। কিন্তু বিএনপি নেতারা সব বিষয়ে নাক গলায়। বিএনপির উচিত, এতো স্বচ্ছভাবে বিচার কার্যক্রম সম্পন্ন করার জন্য সরকারকে ধন্যবাদ দেয়া। তারা শুধু নালিশই করতে জানে।
ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনা অনুযায়ী ঘটনায় আহত -নিহত ব্যক্তিদের জন্য অনুদানসহ সকল ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে।