
বান্দরবানের সাঙ্গু ও মাতামুহুরী নদী এবং পার্শ্ববর্তী সংরক্ষিত বনাঞ্চলের ঝরনা থেকে সব ধরনের পাথর উত্তোলন বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সাথে এই আদেশ বাস্তবায়ন করে আগামী ১ মাসের মধ্যে একটি প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে।
বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা) সহ ৬টি সংগঠনের করা এক রিটের শুনানি নিয়ে রোববার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।
পরিবেশ সচিব, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক, বান্দরবান জেলার ডিসি, এসপিসহ ১০ বিবাদীকে আদালতের আদেশ বাস্তবায়ন করে ১ মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
শুনানি শেষে আইনজীবী ব্যারিস্টার আব্দুল হালিম জানান, আদালত আদেশের পাশাপাশি রুলও জারি করেছেন। রুলে সাঙ্গু ও মাতামুহুরি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে বিবাদীদের নিষ্ক্রীয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। একইসঙ্গে ৪ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।