
কাশ্মীরের স্বাধীনতাকামীরা পুলওয়ামায় ভারতীয় সেনাবাহিনীর উপর হামলা চালিয়ে ৪৪ জওয়ানকে হত্যা করার পর ভারতজুড়ে পাকিস্তানবিরোধী স্লোগান ও ইংল্যান্ডের মাঠে আসন্ন বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কটের ডাক উঠেছে।
রাজনৈতিক বৈরিতার কারণে দীর্ঘদিন ধরে মাঠে গড়াচ্ছে না দ্বিপাক্ষিক কোনও সিরিজ। শুধু আইসিসির ইভেন্টেই দেখা হয় দল দুটির।
মঙ্গলবার ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে আইসিসি সিইও ডেভ রিচার্ডসন বলেন, সাম্প্রতিক ভয়ঙ্কর জঙ্গি হামলায় নিহত ও ক্ষতিগ্রস্তদের জন্য আমরা ব্যথিত। পরিস্থিতির ওপর নজর রাখছি আমরা। তবে আসন্ন বিশ্বকাপ ক্রিকেটে কোনও ম্যাচ না হওয়ার কোনোরকম ইঙ্গিত এই মুহূর্তে আমাদের কাছে নেই। বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষকে ঐক্যবদ্ধ করার অসাধারণ ক্ষমতা ক্রিকেটের রয়েছে। সদস্যদের নিয়ে সেই চেষ্টাই চালিয়ে যাব আমরা।