
পদত্যাগী জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিষ্টার আব্দুর রাজ্জাকের ৩০ বছর পর বোধদয় হয়েছে, মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামীর ভূমিকা সঠিক ছিল না। জামায়াত ভুল করেছে, তাই জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত বলে মনে করেন তিনি। তার এই বক্তব্যকে গুজব বলে উড়িয়ে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য জামায়াতের ক্ষমা চাওয়ার বিষয়টি এখনও গুজব, ক্ষমা চাওয়ার পরও মানবতাবিরোধী অপরাধের বিচার বন্ধ হবে না বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি আরও বলেন, যুদ্ধাপরাধীদের বিচার যথারীতি চলছে, চলবে তা বন্ধ করে দেওয়ার কোনো সুযোগ নেই। ৭১’ সালে জামায়াতে ইসলামী দেশের বিরুদ্ধে অবস্থান নেওয়ার দায় এড়াতে পারে না। তাই তাদের বিচার হবে।