
ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে আরও ৫৯ বাংলাদেশিকে। এনিয়ে গেলো দু’দিনে প্রদেশটি থেকে ২৫২ বাংলাদেশিকে উদ্ধার করা হলো।
ইন্দোনেশিয়ার পুলিশ জানায়, ছোট দুটি ভবনে মানবেতরভাবে অবস্থান করছিলেন তারা। এদিকে মালদ্বীপে অবৈধ বসবাসের অভিযোগে আটক করা হয়েছে ৮০ বাংলাদেশিকে।
ইন্দোনেশিয়ার নিরাপত্তা বাহিনী এবং অভিবাসন বিভাগ বলছে, সাগরপথে দ্বীপটিতে প্রবেশ করেন এসব বাংলাদেশি।
উদ্ধার হওয়া এসব বাংলাদেশিরা বৈধ না অবৈধ সে বিষয়ে জানতে তদন্ত চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, উদ্ধারকৃতরা জানান, দালালের মাধ্যমে ইন্দোনেশিয়ায় আসেন তারা। যাওয়ার কথা ছিলো মালয়েশিয়ায়। এদিকে, অবৈধ বসবাসকারীদের ধরতে অভিযান চলছে মালদ্বীপে। গেল কয়েকদিনে দেশটির বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়েছে অন্তত ৮০ বাংলাদেশিকে।