উত্তরাঞ্চলীয় জেলা রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার প্রত্যন্ত একটি গ্রামে ‘জঙ্গি আস্তানায়’ অভিযানের সময় অন্তত চার জন নিহত হয়েছে।
নিহতদের মধ্যে একজন নারীও রয়েছে বলে জানাচ্ছে পুলিশ।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিবজুর আলম সকাল নয়টার দিকে বিবিসিকে চার জনের মৃত্যুর খবর নিশ্চিত করেন।
তার দাবি আত্মঘাতী বিস্ফোরণে ওই চারজন ‘সন্দেহভাজন জঙ্গি’ নিহত হয়েছে ।
তিনি বলেন, “তারা সবাই সুইসাইডাল ভেস্ট পড়েছিলো। বাড়িটি ঘেরাওয়ের পর তারা বেরিয়ে এসে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়”।
মিস্টার আলম জানার জঙ্গি আস্তানার খবর নিশ্চিত হবার পর রাত আড়াইটার দিকে অভিযান শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের হাবাজপুরে গ্রামে জঙ্গিদের অবস্থানের খবর পাওয়ার পর সেখানে অভিযানের সিদ্ধান্ত নেয় পুলিশ।
মধ্যরাত থেকে বাড়িটি ঘিরে রাখার পর সকালে ‘জঙ্গিদের তরফ থেকে’ গুলি ছোঁড়া হয়।
পরে এসব জঙ্গিরা বেরিয়ে এসে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় বলে বিবিসিকে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা।
বাড়িটিতে আরও কেউ আছে কিনা কিংবা নিহতদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।
কয়েকদিন আগেই ঝিনাইদহে এ ধরনের অভিযান চালিয়েছিলো পুলিশ।
এর আগে সিলেট, চাঁপাইনবাবগঞ্জ, মৌলভীবাজারেও জঙ্গি বিরোধী অভিযানে বেশ কয়েকজন নিহত হয়েছিলো। বিবিসি বাংলা