
দ্রুত মামলা নিষ্পত্তিতে পুলিশকে বিশেষ নজর দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া ভাষণে এ নির্দেশ দেন তিনি।
মাদক ও দুর্নীতির বিরুদ্ধে একসাথে কাজ করার জন্য আহবান জানান প্রধানমন্ত্রী। একই সাথে সাইবার অপরাধ নিয়ে পুলিশকে আরও সতর্ক থাকার পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বাহিনীর প্রতিটি সদস্যকে কাজ করার জন্য আহবান জানান তিনি।