গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা সদর উপজেলায় পুকুরে ডুবে রিপন মিয়া (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেল সাড়ে চারটার দিকে খোলাহাটি ইউনিয়নের উত্তর আনালেরতাড়ী গ্রামে এই ঘটনা ঘটে। সে ওই গ্রামের সবিজল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে মা শেফালি বেগম টিউবওয়েলের পানিতে গোসল করিয়ে রিপনকে দুপুরের খাবার খাওয়ান। পরে তাকে বাড়িতে রেখে পাশ্ববর্তী স্থানে ধানের কাজ করতে যান। এসময় রিপন বাড়ি থেকে বের হয়ে সবার অগোচরে পাশ্ববর্তী একটি পুকুরে ডুবে যায়।
এসময় ওই পথ দিয়ে চলাচলকারী একজন রিপনকে পুকুরের পানিতে ভাসতে দেখে চিৎকার করে ওঠেন। তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে গিয়ে রিপনকে পুকুর থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন।