
আসন্ন রংপুরের পীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য ভাইস চেয়াম্যান পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা, সাবেক ভাইস চেয়ারম্যান ও পীরগঞ্জ উপজেলা আ’লীগের সাংগাঠনিক স¤পাদক শফিউর রহমান মন্ডল মিলন পীরগঞ্জের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ।
সোমবার দুপুরের পর উক্ত প্রার্থীর বাসভবনে অনুষ্ঠিত এ মত বিনিময় সভায় শফিউর রহমান মন্ডল মিলন ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাবেক সাধারন স¤পাদক খলিলুর রহমান খলিল মন্ডল, আ’লীগ নেতা বাবলু , সাংবাদিক আব্দুল্লাহীল বাকি বাবলু, সরোয়ার জাহান, হাসান আলী প্রধান ও গোলাম কবির বিলু প্রমুখ ।
শফিউর রহমান মন্ডল মিলন তার দীর্ঘ দিনের রাজনৈতিক জীবনের কথা উল্লেখ করে তার বক্তব্যে বলেন আমি বিগত দিনে পীরগঞ্জ বাসীর পাশে থেকে যে সেবা করেছি আগামী দিনও সে সেবা অব্যহত রাখতে চাই । আর এ জন্য প্রয়োজন পীরগঞ্জ বাসীর সহযোগীতা । এ ক্ষেত্রে সাংবাদিকেরা অগ্রনী ভূমিকা পালন করতে পারেন । তাই তিনি আগামী নির্বাচনে তার জয়ের লক্ষ্যে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন ।