
জাতীয় খাদ্য নিরাপত্তা দিবস উদযাপন উপলক্ষে আজ শনিবার গাইবান্ধা জেলা প্রশাসন ও জেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিসের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা শিল্পকলা একাডেমী থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মতিন।
পরে শিল্পকলা একাডেমী মিলনায়তনে গাইবান্ধা উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রোকসানা বেগমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধার পৌর মেয়র অ্যাডভোকেট শহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, অতিরিক্ত সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান আসাদ, জেলা খাদ্য নিয়ন্ত্রক জহিরুল ইসলাম, ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মোঃ শওকত ওসমান, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার এবিএম আবু হানিফ প্রমুখ। দিবসটি উপলক্ষে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘সুস্থ সবল জাতি চাই পুষ্টিসম্মত নিরাপদ খাদ্যের বিকল্প নাই’।