
বাংলাদেশ ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্রলীগ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে গতকাল বুধবার একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে স্থানীয় শহীদ মিনার চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রলীগ সভাপতি মো. আসিফ সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র ও শহর আওয়ামী লীগ সভাপতি অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি রেজাউল করিম রেজা, জেলা যুবলীগ সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটন, সাধারণ সম্পাদক শাহ আহসান হাবীব রাজিব, খায়লরুল ইসলাম, খান মো. সাঈদ হোসেন জসিম, নির্মালেন্দু বর্মণ ভাইয়া, রওশন আরা মুক্তি, রাতুল সরকার, দ্বীপ প্রমুখ।